POST COPY ROTNA KHATUN
মোস্তাফিজুর স্যার!?
মোস্তাফিজুর স্যার!?
প্রথমেই বলে রাখছি আমি কারোর পক্ষ নিয়ে কথা বলিওনা,বলছিও না।বর্তমান যেই শিক্ষক spotlighted তিনি আমাদের দিবা শিফ্টের একজন গণিত শিক্ষক।তিনি গণিতে আসলেই অনেক দুর্দান্ত ছিলেন।প্রভাতী হতে দিবা অনেক ভালো ছাত্রীই তার।আর আমি প্রভাতী শিফ্টের।আমার কিছু বান্ধবীরা আগের বছর আমাকে প্রস্তাব দেয় তার কাছে পড়ার ব্যাপারে।কারণ নিঃসন্দেহে তিনি একজন ভালো গণিত শিক্ষক।কিন্তু আমার সময় না থাকার কারণে আমি পড়তে পারি নাই।আসলে আমিযা বলতে চাচ্ছি তা হলো আমার বান্ধবীরাও তো তার কাছে প্রাইভেটলি পড়ে তাদের তো কখনো কোনো সমস্যার কথা শুনিনাই কিন্তু তারা মেধাবী, অনেক ভালো এবং সচেতন ঘরের।আমাদের স্কুলে এই লটারী প্রথার জন্যে কিছু সংখ্যক ****** এসেছে যারা শিক্ষকদের সাথে এমনভাবে কথা বলে যেন তাদের বিশেষ বন্ধু!আর কোনো স্কুল প্রোগ্রামে শারি পড়ে কিছু সুদর্শন শিক্ষকদের গায়ে ধলে পড়ে ছবিতোলা তেমন নতুন কোনো দৃশ্য নয়।সমস্যা হলো অভিভাবকদের সচেতনতার।স্কুলশিক্ষকদের সচেতনতার। তার শুধু গার্লস স্কুলেরই নয় কালেক্টরেরও অনেক ভালো শিক্ষার্থী রয়েছে।যে যেমন তার সাথে মানুষ ঠিক তেমনই করে।মেয়েটি সুযোগ না দিলে বা আগ্রহ প্রকাশ না করলে এত্ত ভালো মানের একজন শিক্ষক এ কাজ করার কথা মাথাতেও আনতে পারতনা।আর আমরা মেয়ে আমাদের কিছু Restrictions রয়েছে Okay?সেগুলো মেনে চলা শুধু গুরুত্বপূর্ণই নয় জরুরী!!!আমরা মেয়ে!ছোট থেকে আমাদের বাবা মা আমাদেরকে শেখায় কিভাবে কি করতে হয়,কোনটা ঠিক আর কোনটা ভুল।ভাই,ও নাকি ৭শ্রেণি মেয়েটি কে সেটা আমি জানিনা বা শুনিনাই।যাই হোক,স্বাভাবিক ভাবেই কি সে জানেনা দেশে কি চলছে?সবাই আসিয়াকে নিয়ে রাস্তায় কেন নেমেছিলো?এগুলোকি ভাবার বিষয় না?আসলেই কি সেই মেয়ের কোনো অভিযোগ রয়েছে?নাকি সব তার ইচ্ছেতেই?সবাই কি তার কাছে কিছু জানতে চেয়েছে?নাকি হিরো হতে গিয়ে একটা সুযোগ পাওয়া মাত্রই শিক্ষকের উপর ঝাপিয়ে পড়েছে? আমি just খবরটা জানার পরপরই স্তব্ধ হয়ে যাই এবং এক বান্ধবীর কল আসে যে তার কাছে পড়ে।সে বলল এটা পুরই অবিশ্বাস্য!ওর নাকি হাত কাপছে।অনেকেই আমাকে ম্যাসেজ/কল দিয়ে আমার অনুভূতি সম্পর্কে জানতে চাচ্ছে।এক এক করে তো এতকিছু বলা সম্ভব না তাই Public করা। এখন তিনি যদি আসলেই এসব জঘন্য কাজটি করে থাকে, আমি তার এমন শাস্তি চাই যেন অন্য কোনো শিক্ষকের এমন কথা মাথায় আনারও সাহস না পায়।আর মেয়েদের অন্যরকম স্বভাব দেখলে তার চোখে মোস্তাফিজুর স্যারের করুণ দশার কথা মনে পড়ে আর এক চরেই সেই মেয়েকে স্কুল থেকে বাহির করে দেয়।আর মেয়েটির দোষী হলে তাকেও সমানভাবে শাস্তিদান করা হোক!!!